Header Ads Widget

Responsive Advertisement

ডেভিসের ক্ষয়চক্র (Davis, Cycle of Erosion)

ডেভিসের ক্ষয়চক্র (Davis, Cycle of Erosion)


    William Moris Davis একজন American geomorphologist ছিলেন । তিনি হলেন প্রথম ভূ-তত্ত্ববিদ যিনি ভূমিরূপ উদ্ভবের সাধারন তত্ত্ব প্রথম উপস্থাপন করেছিলেন। 1899 খ্রীঃ W.M Davis ভূমিরূপ বিবর্তনের পর্যায় বর্ণনা করতে গিয়ে" The cycle of Erosion and the geographical cycle of Erosion” অবতারনা করেছিলেন। Davis ভূমিরূপ বিবর্তন তত্ত্বে চার্লস ডারউইন-এর “Origin of Species" তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। Davia-এর মতানুসারে বলা যায় যে, geographical cycle নিম্নলিখিতভাবে সংঘটিত হয়ে থাকে। ভূমিৰূপ 'বিবর্তন' সময়ের সাপেক্ষ যৌবন, পরিনত এবং বার্ধক্য অবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়ে থাকে এবং বিবর্তনের শেষ পর্যায়ে ভূমিরূপ সমপ্রায় ভূমিতে পরিনত হয়।


স্বাভাবিক ক্ষয়চক্র : চক্রের আকারে ক্ষয়কার্য র্চলাকে বলা হয় ক্ষয়চক্র। ভূ-বিজ্ঞানী হ্যাকের মতে, "কোনো একটি বিষয়ের সূত্রপাত বা আরম্ভ হয় এবং পরিনতি যা শেষ একই স্থানে সম্পন্ন হলে তাকে বলা হয় একটি চক্র। সুতরাং ভূমিরূপের সৃষ্টি ও বিনাশ চক্রাকারে আবর্তিত হলে তাকে ক্ষয়চক্র বলা হয়ে থাকে। W.M. Davis - এর মতে, ক্ষয়চক্র হল ভূমিরূপ এর গঠন ,প্রক্রিয়া এবং পর্যায়ের সমিলিত ফল । Landscape is the function of structure, process and stage, কাজেই ক্ষয়চক্র বলতে কোনো একটি অঞ্চলের সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত ভূমিরুপের সবরকম পর্যায়ের সম্মিলিত অবস্থাকে বোঝানো হয়ে থাকে।


তত্ত্বের উদ্দেশ্য : Davis এর তত্ত্বের প্রধান উদ্দেশ্য হলো ধারাবাহিকভাবে ভূমিরূপের বর্ণনা এবং উৎপত্তিগতভাবে ভূমিরূপ এর শ্রেণীবিভাগ করা । Davis এর মত অনুসারে , landscape is the function of structure process and stage (or time) 

সুতরাং, Davis এর মতানুসারে বলা যায় কোন স্থানের ভূমিরূপ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল এ তিনটি বিষয় হলো গঠন (structure), পদ্ধতি (process)ও সময় (stage or time) এই তিনটি বিষয়কে বলা হয় Trio of Davis ।

1)Structure : গঠন বলতে এখানে শিলার গঠনের কথা বলা হয়েছে। যথা-শিলাস্তরের ভাজ, চ্যুতি, কাঠিন্যতা ও প্রবেশ্যতা ইত্যাদি।

2)Process : প্রক্রিয়া বলতে বোঝাই অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তির (Endogenetic and exogenetic) প্রভাব কে সুতরাং আবহবিকার ও ক্ষয় কার্য ভূমিক্ষয় বায়ুপ্রবাহ নদী এগুলো সমস্ত এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।

3) Stage: Davis এখানে পর্যায় বলতে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তিনটি পর্যায়ের কথা বলেছেন এই পর্যায়ে তিনটি হলো যৌবন, পরিণত ও বার্ধক্য।


ক্ষয়চক্রের বিভিন্ন শর্ত :

ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের ধারণাটি কয়েকটি বিশেষ শর্তের উপরে নির্ভরশীল। যথা-

• Davis-এর মতে ভূমিরূপ এর সৃষ্টি হয়েছে অভ্যন্তরীণ শক্তির ক্রিয়া-কলাপ এর ফলে।

• সমগ্র অঞ্চনাটি অবশ্যই সমুদ্র সমতলর উপর অবস্থান করবে। 

• এই পর্যায়ক্রমিকভাবে ভূমিরুপের বিবর্তন ঘটবে।

• খুব কম সময়ের মধ্যে এবং খুব দ্রুত গতিতে ভূমিরূদের উত্থানকায সম্পন্ন হয়।

• উত্থান পূর্বে ক্ষয়কার্য বিশেষ হবে না। কিন্তু এই বিষয়টি পরবর্তী ভূমিরুপবিদ দের দ্বারা সর্বাপেক্ষা সমালোচিত হয়।

• অঞ্চলটি পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলা সমন্বয়ে গড়ে উঠবে।

• অঞ্চলটির জ্বলবায়ু আর্দ্র হওয়া আবশ্যক।

• ভূমিরূপের বয়স অধিক হওয়া বাঞ্ছনীয়।

• নদী যতক্ষণ না পর্যন্ত পর্যায়িত অবস্থায় এসে উপস্থিত হয়, ততক্ষন পর্যন্ত নদী খুব দ্রুত গতিতে নিম্নোক্ষয় করতে থাকে।


ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় :

যৌবন, পরিণত এবং বার্ধক্য অবস্থার প্রধান ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়া গুলি এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ বৈশিষ্ট্যগুলি নিম্নে বর্ণনা করা হলো -

1. যৌবন অবস্থা [Youth stage] : প্রাথমিক অবস্থায় ভূমির ঢাল অধিক থাকায় ক্ষয় কার্য ক্ষমতা বেশি একে যৌবন অবস্থা বলা হয়।

 বৈশিষ্ট্য (Characteristics) : (i) প্রারম্ভিক ঢাল অনুযায়ী কয়েকটি নুগামী নদী ও অল্পসংখ্যক উপনদী ও শাখানদীর বিকাশ ঘটে। (ii) নদীগুলি মস্তকমুখী ক্ষয় (headward erosion) করে এবং নদীর মস্তকমুখী ক্ষয়ের ফলে গ্রাসের সৃষ্টি হয়। iii) নদী-উপত্যকা ইংরাজি ‘V’ আকৃতিপ্রাপ্ত হয়। iv) নদী-উপত্যকার তলদেশ ও শৈলশিরার শীর্ষদেশের মধ্যে উল্লম্ব ব্যবধান বৃদ্ধি য়। (V) জলপ্রপাত ও খরস্রোতের [Rapid] উদ্ভব হয়। (vi) নদী পাড় অত্যন্ত খাড়া হয়। (vii) দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল যথেষ্ট বিস্তৃত হয়। (viii) জল বিভাজিকাগুলি বিশাল আয়তনের হয়। (ix) যৌবন অবস্থায় ছোটো ছোটো নদীগুলি দূরে দূরে অবস্থান করে এবং কম ক্ষয় হয় বলে এখানে জলবিভাজিকা স্পষ্ট নয়।


2.পরিণত অবস্থা [Mature Stage] : যে অবস্থায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পেতে শুরু করে তাকে বলা হয় পরিণত অবস্থা।

বৈশিষ্ট্য [Characteristics ) : (i) নদী-উপত্যকাগুলি দীর্ঘায়িত হয় এবং সুসংহত জলনির্গম প্রণালী গড়ে ওঠে। ii) জলবিভাজিকাগুলি (Stream divides) আরও সুস্পষ্ট হয়। (iii) শিলাগঠনের তারতম্যের সঙ্গে নদীগুলি নিজেদের মানিয়ে চলতে সক্ষম হয়। (iv) নদী মধ্যবর্তী উচ্চভূমিগুলির বিস্তার খুব কম হয়। (v) নদীপথে জলপ্রপাত বা হ্রদ থাকলে বিলুপ্ত হয়ে যায়।vi) নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। (vii) প্রধান নদীগুলিতে পর্যায়িত ঢালের সৃষ্টি হলেও অন্যান্য নদীগুলিতে এইরূপ ঢাল থাকে না। (vii) নদীর উভয়তীরে প্লাবনভূমি গড়ে ওঠে। (ix) নদী উপত্যকা প্রশস্ত হয়।


3.বার্ধক্য অবস্থা [Old stage] : ভূমিরূপ গঠনের পর কোটি কোটি বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পেয়ে উঁচু-নিচু সমপ্রায় ভূমিতে পরিণত হয় এই অবস্থাকে বার্ধক্য অবস্থা বলে।

 বৈশিষ্ট্য [ Characteristics ]: (i) উপনদীর সংখ্যা কম হয়। (ii) উপত্যকাগুলি অত্যন্ত প্রশস্ত ও মৃদু ঢালযুক্ত হয়। iii) প্লাবনভূমির যথেষ্ট বিকাশ ঘটে ((iv) প্লাবনভূমিতে অশ্বক্ষুরাকৃতির ন্যায় জলাভূমি দেখা যায়। (v) নদীগুলি অত্যন্ত বাঁকবহুল হয়।Nvi) জলবিভাজিকা সুস্পষ্ট নয়। (vii) বেশিরভাগ অঞ্চল ক্ষয়সীমার কাছাকাছি উচ্চতায় চলে আসে। (viii) এই অঞ্চলে পেনিপ্লেন* সমপ্রায়ভূমির (Peneplain) সৃষ্টি হয়। (ix) সর্মপ্রায় ভূমির যে সব জায়গাগুলি অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত কিংবা অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত জলবিভাজিকা গুলি ক্ষয় প্রতিরোধ করে স্থানে স্থানে স্বল্প উচ্চতাবিশিষ্ট ক্ষয়জাত অবশিষ্ট টিলা বা পাহাড় রূপে অবস্থান করে। এদের মোনাডনক (monadnock) বলে।

ডেভিসের ক্ষয়চক্র

ডেভিসের ক্ষয়চক্রের মূল্যায়ন :

ইতিবাচক

• ভূমিরূপ বিবর্তনের ক্ষেত্রে ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি প্রথম বিজ্ঞানভিত্তিক মডেল হিসেবে পরিচিত।

• ডেভিসের ক্ষয়চক্রের মডেলটি খুব সহজ ভাষায় বর্ণনা করার ফলে এই মডেলটি খুব সহজেই বোঝা যায় সুতরাং ভূমিরূপ বিবর্তনের ক্ষেত্রে সহজেই প্রয়োগ করা যায়।

• এই তথ্যটি ভূমিরূপ উদ্ভবের ক্ষেত্রে প্রথম সাধারণ তথ্য হিসেবে পরিচিত।

• ডেভিসের মডেলটি পুঙ্খানুপুঙ্খভাবে ফিল্ড পর্যবেক্ষণ দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন।

• এই মডেলটিতে আধুনিক সাম্প্রতিক ভূমিরূপবিদ্যা ধারণাগুলি এর প্রতিফলন দেখতে পাই যথা ক্ষয়ের শেষ সীমা, উৎপত্তিগত দিক থেকে নদীর শ্রেণীবিভাগ ,পর্যায়িত নদীর ধারনা।

• ডেভিসের ভূমিরূপ তত্ত্বটি অভ্যন্তরীণ ও বাহ্যিক শক্তি এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ সম্বন্ধে জানতে সহায়তা করে।

• পরিশেষে বলা যায় যে ডেভিসের ভূমিরূপবিদ্যা বিবর্তন ও বিভিন্ন প্রক্রিয়া আরো নতুন নতুন মডেল ও তত্ত্ব প্রতিষ্ঠা করতে সহায়তা করে।


নেতিবাচক : জার্মান অন্যান্য ভূমিরূপ তত্ত্ববিদ্যা ডেভিসের তত্ত্ব সমালোচিত হয়েছিল ডেভিসের মডেলের সমালোচনা গুলি হল -

• ডেভিসের উন্নয়নমূলক ধারণা গ্রহণযোগ্য নয় । তিনি বর্ণনা করেন যে দ্রুত গতিতে ভূমিরূপ এর উত্থান ও ধীরগতিতে ক্ষয়সাধন এটি সম্ভবপর নয়।

• ডেভিসের মতানুসারে বলা যায় যে ভূমির উত্থান সম্পন্ন না হওয়া পর্যন্ত হতে পারে না । ক্ষয় কার্য ভূমির উত্থান সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে ? ক্ষয় কার্য একটি প্রাকৃতিক পদ্ধতি সুতরাং ক্ষয়কার্য এবং উত্থান একইসাথে সংগঠিত হয়ে থাকে । তিনি এর উত্তর দিয়েছিলেন তিনি ভূমির উত্থান এর সময় ক্ষয়কার্যকে বাদ দিয়েছিলেন দুটি কারণে - a)তার মডেলকে সরলীকরণ করার জন্য b)উত্থানের সময় ক্ষয়কার্য হল তাৎপর্যহীন ।

• ডেভিস এর মতে একটি ক্ষয়চক্র সম্পন্ন হওয়ার পর পুনরায় ক্ষয়চক্র শুরু হবে এ বিষয়ে মতভেদ রয়েছে । অনেকের মতে একটি চক্র সম্পন্ন হওয়ার আগে কোন অঞ্চলের এক বা একাধিকবার উত্থান হতে পারে।

• ডেভিসের ক্ষয়চক্র মতবাদ ভূমিরূপের নদীর পর্যায়িত প্রতিমূর্তির কথা উল্লেখ করেছিলেন তা উল্লেখযোগ্য নয়।

• বর্তমানে ডেভিস বর্ণিত সমপ্রায় ভূমির কোন উল্লেখযোগ্য উদাহরণ নেই।

• ডেভিসের মডেলটি সমালোচিত হয়েছে এই জন্য যে ডেভিস এর মডেলটি অতিরিক্ত সময় নির্ভর।

পেন্ক stage বা সময় কে ডেভিসের ত্রয়ী থেকে বাদ দিয়েছেন তিনি এর পরিবর্তে phase কথাটি বা শব্দটি ব্যবহার করেছেন।

• পেন্ক ,স্টলার, হ্যাক ও চার্লি এবং অন্যরা ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বের ঐতিহাসিক বিবর্তন মতবাদ পরিত্যাগ করেছে । তারা ভূমিরূপ উদ্ভবের এক নতুন তথ্য উপস্থাপন করেছেন যে গতিশীল ভারসাম্য তত্ত্ব নামে পরিচিত।


      উপসংহারে বলা যায় যে, ডেভিসের ক্ষয়চক্র তত্ত্বটিতে উপরোক্ত দুর্বলতা থাকা সত্ত্বেও এই তথ্যটি ডেভিসের সমসাময়িক এবং তার পরবর্তী ভূতত্ত্ববিদগন ডেভিসের ক্ষয়চক্র মতবাদ দিকে পৃথিবীব্যাপী প্রয়োগ করেন। এই ক্ষয়চক্র মতবাদ টি ভূমিরূপ বিবর্তন মতবাদ এর জননী হিসেবে পরিচিত । এই ক্ষয়চক্র মতবাদ ভূমিরূপ বিদ্যার বিভিন্ন ধরনের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ