Header Ads Widget

Responsive Advertisement

শস্য প্রগাঢ়তা [Intensity of Cropping]

 শস্য প্রগাঢ়তা/নিবিড়তা/তীব্রতা/প্রবণতা [Intensity of Cropping]


সংজ্ঞা: কোনো জমিতে এক বছরে যতবার চাষ দিয়ে ফসল তোলা বা বছরে একটি জমি থেকে যতগুলি (বার) ফসল তোলা সম্ভব হয় তাকে কৃষি প্রগাঢ়তা বা নিবিড়তা বলে অর্থাৎ কোনো অঞ্চলে মোট বপন এলাকা ও শস্য চাষ এলাকা-এর অনুপাতকে শস্য চাষের তীব্রতা বলে।

সূত্র : শস্য প্রগাঢ়তা = মোট চাষের জমি/প্রকৃত চাষের জমি × 100

বৈশিষ্ট্য

1. শস্য উৎপাদনের ধরন নির্ধারণ : শস্য প্রগাঢ়তার মানচিত্রের মাধ্যমে কোনো অঞ্চলের শস্য উৎপাদনের কৃতি বা ধরন বা সঠিক চিত্র পাওয়া যায়। 

2. জমির চরিত্র নির্ধারণ : এর মাধ্যমে কোনো অঞ্চলের এক ফসলি, দো-ফসলি, তিন-ফসলি বা বহু-ফসলি জমি নির্ণয় করা যায়। 

3. ভূমি ব্যবহারের ধারণা : এর মাধ্যমে কোনো এলাকার ভূমি ব্যবহারের সঠিক সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। 

4. জমির উৎপাদন ক্ষমতা : শস্য প্রগাঢ়তার চিত্র থেকে কোনো অঞ্চলের মৃত্তিকার উর্বরা শক্তির মান ম্পর্কে ধারণা পাওয়া যায়। 

5. আনুপাতিক হিসাব : শস্য প্রগাঢ়তা হল আনুপাতিক হিসাব যা শতকরা হারে প্রকাশ করা হয়। 

6. পরিকল্পনা গ্রহণে সুবিধা : শস্য উৎপাদনে দুর্বল এলাকার উন্নতির জন্য নতুন পরিকল্পনা নিতে সাহায্য করে। 

7. পতিত জমির উন্নয়ন : এর মাধ্যমে পতিত জমির জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ