Header Ads Widget

Responsive Advertisement

ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ (Development of Automobile industry in India)

ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ 


যন্ত্রাংশ ও অন্যান্য উপকরণ (টায়ার, টিউব, ফোম, প্লাস্টিক ইত্যাদি) সংযোজনের মাধ্যমে বিভিন্ন ধরনের যানবাহন (রেলইঞ্জিন, জাহাজ, এরোপ্লেন ব্যতীত) নির্মাণকে মোটরগাড়ি নির্মাণ শিল্প বা অটোমোবাইল শিল্প বলে।1945 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় হিন্দুস্থান মোটরস লিমিটেডের উদ্যোগে ভারতে অটোমোবাইল বা মোটরগাড়ি নির্মাণ শিল্পের সূচনা হয়। ভারতে মোটরগাড়ি নির্মাণ কারখানাগুলি প্রধানত কলকাতা, মুম্বই, চেন্নাই ও জামশেদপুরের সন্নিহিত অঞ্চলে গড়ে উঠেছে। অটোমোবাইল শিল্প গড়ে ওঠার প্রধান কারণ হল – 

1. লোহা ও ইস্পাতের প্রাচুর্য : অটোমোবাইল শিল্পের মূল উপাদান হল লোহা ও ইস্পাত। ভারতের লৌহ-ইস্পাত শিল্প কারখানাগুলি থেকে প্রয়োজনীয় লোহা ও ইস্পাত পাওয়ার সুবিধা আছে। 

2. কয়লার পর্যাপ্ত জোগান : লোহা ও ইস্পাত গলিয়ে উপযুক্ত আকৃতি প্রদান করার জন্য প্রচুর কয়লার প্রয়োজন হয়। তাই অটোমোবাইল শিল্প গড়ে ওঠার জন্য পর্যাপ্ত কয়লার জোগান থাকা আবশ্যক। 

3. অনুসারী শিল্পের সান্নিধ্য : ইস্পাত ছাড়াও মোটরগাড়ি নির্মাণের জন্য যন্ত্রাংশ, ইঞ্জিন, টায়ার, টিউব, কাচ, ব্যাটারি, রং, চামড়া, ফোম প্রভৃতির একান্ত প্রয়োজন। তাই এই সকল অনুসারী শিল্পের বিকাশের ওপর মোটরগাড়ি নির্মাণ শিল্পের বিকাশ নির্ভর করে। 

4. সুলভ বিদ্যুৎ : অটোমোবাইল শিল্প গড়ে ওঠার জন্য সুলভে পর্যাপ্ত বিদ্যুতের জোগান থাকা প্রয়োজন। ও 

5. উন্নত পরিবহণ ব্যবস্থা : অটোমোবাইল শিল্পের বিকাশ উন্নত পরিবহণ ব্যবস্থার ওপর নির্ভরশীল। ভারতে রেলপথ ও সড়কপথের দ্রুত প্রসার এই শিল্প গড়ে ওঠার অনুকুল ক্ষেত্র প্রস্তুত করেছে। 

6. সুলভ ও দক্ষ শ্রমিক : অটোমোবাইল শিল্প গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। ভারতের কারিগরি প্রতিষ্ঠান ও বিদেশি কোম্পানিগুলির মিলিত কারিগরি দক্ষতা অটোমোবাইল শিল্প বিকাশের সহায়ক হয়েছে। 

7. পর্যাপ্ত মূলধন : অটোমোবাইল শিল্প অত্যন্ত লাভজনক হওয়ায় মূলধন বিনিয়োগের অভাব হয় না। ভারতে দেশীয় শিল্পপতি ও বিদেশি কোম্পানিগুলির পর্যাপ্ত মূলধন বিনিয়োগ এই শিল্প গড়ে উঠতে সাহায্য করেছে। 

8. চাহিদা: ভারতে সড়কপথের সম্প্রসারণ, শহর-নগরের বিকাশ, দ্রুত অর্থনৈতিক অগ্রগতি, মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কারণে মোটরগাড়ির চাহিদা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে।

ভারতে অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ