Header Ads Widget

Responsive Advertisement

পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশিভবন বা কেন্দ্রীভবনের কারণ (Development of cotton textile industry in Western zone)

পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশিভবন বা কেন্দ্রীভবনের কারণ
 

পশ্চিম ভারতে মহারাষ্ট্রের মুম্বাই, পুণে, নাগপুর অঞ্চলে গুজরাটের আমেদাবাদ, সুরটি অঞ্চলে সবচেয়ে বেশি কার্পাসবয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। এ ছাড়াও মধ্যপ্রদেশের ভূপাল, ইন্দোর, গোয়ালিয়র অঞ্চলে এই শিল্প বিকশিত হয়েছে। এর প্রধান কারণগুলি হল -

1. কাঁচামালের সহজলভ্যতা : মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয়। ব্যাসল্ট লাভাগঠিত কৃষ্ণমৃত্তিকা অঞ্চলটি সর্বশ্রেষ্ঠ কার্পাস উত্তোলক অঞ্চল হওয়ায় কার্পাসবয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে।

2. আর্দ্র জলবায়ু : আরব সাগরের আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবথাকায় গুজরাট ও মহারাষ্ট্র অঞ্চলে অধিক সংখ্যায় কার্পাসবয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, কারণ আর্দ্র আবহাওয়ায় সুতো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। 

3. বিদ্যুৎশক্তির প্রাচুর্য : ভিরা, ভিবপুরী, খোপালি, উকাই প্রভৃতি জলবিদ্যুৎকেন্দ্র এবং ট্রম্বে, নাসিক, ধুবরান প্রভৃতি তাপবিদ্যুৎকেন্দ্র ও কাকরাঝাড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পশ্চিম অঞ্চলে কার্পাসবয়ন শিল্পের একদেশিভবনে সাহায্যে করেছে।

4. উন্নত পরিবহণ ব্যবস্থা : পশ্চিম রেলপথের অবস্থান, কোকন রেলপথের সম্প্রসারণ, জাতীয় সড়ক 3, 4, 6, 7, 8-এর দ্বারা উন্নত যোগাযোগ ব্যবস্থা কার্পাসবয়ন শিল্পের বিকাশে সাহায্যে করেছে। এ 

5. বন্দরের নৈকট্য : ভারতের পশ্চিমে উপকূলে মুম্বাই, কান্ডালা, সুরাট, পোরবন্দর, জওহরলাল নেহরু বন্দর, ওখা প্রভৃতি বন্দরের মাধ্যমে কাঁচামাল, যন্ত্রপাতি আমদানি ও বস্ত্র রপ্তানির সুবিধা রয়েছে।

6. মূলধন : স্থানীয় পার্সি, গুজরাটি ও ভাটিয়া শিল্পপতিদেরমূলধন বিনিয়োগ এবং বিভিন্ন অর্থলগ্নি সংস্থার (LIC, IDBI প্রভৃতি) অর্থের জোগান পশ্চিম ভারতের কার্পাসবয়ন শিল্পেরএকদেশিভবনে সাহায্য করেছে।

7. সুলভ ও দক্ষশ্রমিক : মহারাষ্ট্রের ডেকানট্রাপ অঞ্চল কৃষিতে অনুন্নত হওয়ায় সুলভে প্রচুর শ্রমিক পাওয়া যায়। এ ছাড়া সুরাট, কালোল, ভূপাল প্রভৃতি অঞ্চলের প্রান্তিক কৃষিজীবীরা কার্পাসবয়ন শিল্পে কাজ করে।

8. চাহিদা : পশ্চিম ভারতের মুম্বাই, আমেদাবাদ, সুরাট, পুণে প্রভৃতি ঘন জনবসতিপূর্ণ শহরগুলিতে কার্পাসবস্ত্রের বিপুল চাহিদা রয়েছে, যা এই শিল্পের কেন্দ্রীভবন ঘটাতে সাহায্য করেছে।

9. পরিশুদ্ধ জলের প্রাচুর্য : আমেদাবাদ অঞ্চলে প্রবাহিত নদীগুলির জল ও মুম্বই অঞ্চলে ভূগর্ভস্থ জলের প্রাচুর্য এখানে বস্ত্রবয়ন শিল্পের একদেশীভবনে সাহায্য করেছে।

পশ্চিম ভারতে কার্পাসবয়ন শিল্পের একদেশিভবন বা কেন্দ্রীভবনের কারণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ