Header Ads Widget

Responsive Advertisement

ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ (Causes of Growth of Population in India)

ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ 



 ভারত একটি জনবহুল দেশ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের লোকসংখ্যা প্রায় 121 কোটি,যা সমগ্র পৃথিবীর জনসংখ্যার শতকরা 16.7 ভাগ। বিভিন্ন সামাজিক, ধর্মীয় অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি কারণের জটিল সমন্বয়ে ভারতের জনসংখ্যা দ্রুতগতিতে বেড়ে চলেছে। জনসংখ্যা বৃদ্ধির প্রত্যক্ষ ও পরোক্ষ কারণগুলিকে নিম্নলিখিতভাবে আলোচনা করা যেতে পারে -


[A] প্রত্যক্ষ কারণ :

1.অত্যধিক জন্মহার : ভারতের শিশুর জন্মহার অত্যন্ত বেশি, প্রতি 1000 জনে প্রায় 27.5 জন। ফলে স্বাভাবিকভাবেই ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 2001 ও 2011 সালের হিসাব অনুসারে ভারতের জনসংখ্যা বৃদ্ধি হার যথাক্রমে 21.54% ও 17.64%।

2.স্বল্প মৃত্যুহার : চিকিৎসা বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে বার্ষিক মৃত্যুর হার হ্রাস পাওয়ায় জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে চলেছে। ভারতের প্রতি 1000 জনে জন্মহার সেখানে 275 জন, সেখানে মৃত্যুর হার মাত্র 9.04 জন।

3.অনুপ্রবেশ : প্রতি বছরই বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ভূটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশ থেকে অসংখ্য অধিবাসী কাজের আশায় ভারতে এসে বেআইনিভাবে বসবাস করার ফলে জনসংখ্যা বৃদ্ধি ঘটে চলেছে।

4.দারিদ্র্য : অর্থনৈতিক নিরাপত্তার আশায় দরিদ্র পরিবারগুলি তাদের সদস্যসংখ্যা বৃদ্ধির মাধ্যমে অর্থ উপার্জনে সচেষ্ট থাকে বলে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলেছে ।

5.অল্পবয়সে বিবাহ : দরিদ্র পরিবারে সাধারণত অল্পবয়সে প্রত্যেক নারী-পুরুষের বিবাহ হয়ে থাকে। এটিও জনসংখ্যা বৃদ্ধির কারণ।

  

[B] পরোক্ষ কারণ : 

1.অধিক শিশুমৃত্যুর হার : গ্রামাঞ্চলে শিশুমৃত্যুর হার অপেক্ষাকৃত অধিক হওয়ায় পিতা-মাতা অধিক শিশুর জন্ম দেয়। ফলে শিশুমৃত্যুর হারও ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে পরোক্ষভাবে সাহায্য করে।

2.যৌথ পরিবার প্রথা : ভারতের যৌথ পরিবার প্রথা অধিক জন্মহারে সাহায্য করে। কারণ যৌথ পরিবার প্রথায় অধিক নিরাপত্তা ও সহযোগিতা পাওয়া যায় বলে সন্তান প্রতিপালনে কোনোরূপ অসুবিধা দেখা দেয় না।

3.অশিক্ষা : ভারতে শিক্ষার হার অত্যধিক কম, মাত্র 65.38%। শিক্ষার | হার কম হওয়ায় নানাবিধ ধর্মীয় কুসংস্কার ও অজ্ঞতা ভারতের জনসংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। 

4.পুত্রসন্তান কামনা : ভারতের সমাজব্যবস্থায় পরিবারে পুত্র সন্তানই অধিক কাম্য। পুত্র সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়ার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

5.কৃষিভিত্তিক সমাজব্যবস্থা : ভারত কৃষিভিত্তিক দেশ হওয়ায় কৃষিকাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। তাই কৃষিভিত্তিক সমাজব্যবস্থায় অধিক জনসংখ্যার উপর সবসময়ই বেশি গুরুত্ব দেওয়া হয়। এই কারণে ভারতে জনসংখ্যার বৃদ্ধির হার অধিক।

6.বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি : বর্তমানে ভারত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস অনেক ক্ষেত্রে জীবন ও ধনসম্পত্তি ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করছে যা পরোক্ষভাবে জনসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ