Header Ads Widget

Responsive Advertisement

ঘনত্ব অনুসারে ভারতের জনসংখ্যার বন্টন (Population Distribution of India)

ঘনত্ব অনুসারে ভারতের জনসংখ্যার বন্টন 



কোনো দেশ বা অঞ্চলে প্রতি বর্গকিমিতে যতজন লোক বসবাস করে তাকে সেই দেশ বা অঞ্চলের জনঘনত্ব বলে। 2011 সালের হিসাব অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 382 জন হলেও জনঘনত্ব বণ্টনে ব্যাপক তারতম্য দেখা যায়। 2011 সালের জনগণনানুসারে, ভারতের বিহার সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য এবং অরুণাচল প্রদেশ হল ভারতের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য । আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্বে দিল্লি প্রথম, এবং এ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ সবচেয়ে কম ।

      2011 সালের জনঘনত্বের তারতম্য অনুসারে ভারতকে নিম্নলিখিত পাঁচটি অঞ্চলে বিভক্ত করা যায়—

1. অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল : ভারতের সে সমস্ত অঞ্চলে প্রতি বর্গকিমিতে 800 জনের বেশী মানুষ বসবাস করে সেইসব অঞ্চল অত্যাধিক জনঘনত্বযুক্ত।

বন্টন : বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তরপ্রদেশ এবং দিল্লি, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, পুডুচেরি ও দমন দিউ। 

বন্টনের কারণ : (a) বিহার উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ঊর্বর সমভূমি (b) শিল্প, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। (c) কেরালায় বাগিচা ফসলের উন্নতি, (d) দ্রুত নগরায়ন (e) প্রশাসনিক কেন্দ্রের অবস্থান (f) শরনার্থীর আগমন প্রভৃতি।


2. অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল :ভারতের যে সমস্ত অঞ্চলে প্রতি বর্গকিমিতে 501-800 জন মানুষ বসবাস করে সেগুলি অধিক জনঘনত্ব অঞ্চল হিসাবে চিহ্নিত।

বন্টন : পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, দাদরা ও নগর হাভেলি।

বন্টনের কারণ :(a) পাঞ্জাব, হরিয়ানায় সবুজ বিপ্লবের প্রভাবে উন্নত কৃষি ও বর্তমানে শিল্পে উন্নতি। (b) তামিলনাড়ুর কাবেরি অববাহিকার ঊর্বর পলি মৃত্তিকা ও উন্নত জলসেচ ব্যবস্থার মাধ্যমে লাভজনক কৃষি। (c) কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আয়তনে ছোটো হওয়ায় জনঘনত্ব বেশী।


3. মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল : ভারতের যে সমস্ত অঞ্চলগুলিতে প্রতি বর্গকিমিতে 201-500 জন মানুষ বসবাস করে তাকে মধ্যম জনঘনত্ব যুক্ত।

বন্টন : গুজরাট, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান (মরু অঞ্চলবাদে), মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, কর্ণাটক, অসম, ঝাড়খণ্ড, গোয়া।

বন্টনের কারণ : (a) মহারাষ্ট্র ও গুজরাটে কৃষির উন্নতি এবং কৃষিভিত্তিক শিল্পের উন্নতি । (b) অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, মধ্যপ্রদেশে খনিজ দ্রব্যের উত্তোলন ও খনিজভিত্তিক শিল্পের উন্নতি। (c) ঝাড়খণ্ড ভারতের খনিজ ভাণ্ডার হওয়ার শিল্পে উন্নত । (d) অসম ও ত্রিপুরা বাগিচা কৃষিতে উন্নত। (e) গোয়া পর্যটনশিল্পে বেশ উন্নত এবং মৎস্য আহরণের সুবিধা


4. বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল : ভারতের সে সমস্ত স্থানগুলিতে জনঘনত্ব প্রতিবর্গকিমিতে 101-200 জন সেইগুলি হল বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল।

বন্টন : হিমাচলপ্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়,জন্মু ও কাশ্মীর, মণিপুর।

বন্টনের কারণ : (a) উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রতিকূল পরিবেশ ও দুর্গম পার্বত্য অঞ্চল এবং গভীর বনভূমি। (b) পার্বত্য ভূপ্রকৃতি, অনুর্বর মৃত্তিকা ও অনুন্নত কৃষিকাজ। (c)শিল্প পরিকাঠামোর অভাব এক অনুন্নত যোগাযোগ ব্যবস্থা।


5. অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল : ভারতের যে সমস্ত অঞ্চলগুলিতে প্রতি বর্গকিমিতে 100 জনের কম মানুষ বসবাস করে সেগুলি অতি বিরল জনঘনত্ব অঞ্চল হিসাবে পরিচিত।

বন্টন : সিকিম, মিজোরাম, অরুণাচলপ্রদেশ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

বন্টনের কারণ : (a) পার্বত্য ভূমিরূপ, প্রতিকূল জলবায়ু ধ্বসের সমস্যা। (b)অরুণাচল প্রদেশ ও সিকিমে অনুন্নত কৃষি, শিল্পের অভাব ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। (c) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মূল ভূখণ্ড থেকে দূরে অবস্থান ও গভীর বনভূমির অবস্থান।

ভারতের জনসংখ্যার বন্টন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ