Header Ads Widget

Responsive Advertisement

চ্যুতি(Fault) | চ্যুতির গাঠনিক উপাদান সমূহ (Elements of Fault)

                         চ্যুতি(fault)


∆চুতির সংজ্ঞা : কোনাে ফাটলের একদিকের শিলার অন্যদিকের শিলার তুলনায় যদি উল্লম্ব, অনুভূমিক, সমান্তরাল অথবা অন্য কোনাে দিকে স্থানান্তরণ ঘটে, তাকে চ্যুতি বা সংস্র বলে।

বৈশিষ্ট্য:

 •ভূত্বকের শিলাস্তরে পীড়নের ফলে চ্যুতির সৃষ্টি হয়।

 •প্রধানত পাললিক শিলা স্তরে চ্যুতির সৃষ্টি হয়।

       

∆চ্যুতি গঠনের প্রক্রিয়া (mechanism of faulting)

 চ্যুতির সৃষ্টি প্রধানত দুই ভাবে হয়ে থাকে -

1)প্রসারণ বলের প্রভাব (Effect of Tensional Force) : ভূপৃষ্ঠস্থ শিলাস্তরে প্রসারণ বলের প্রভাবে ফাটল গঠিত হওয়ায় একদিকে শিলাখণ্ড (পাদদেশীয় খণ্ড) উথিত হয় এবং অপর অংশটি (ঝুলন্ত পার্শ্বদেশ) অবনমিত হয়। প্রসারণ বলের মাত্রা দুই বৃদ্ধি পেলে শিলাস্তর ভূমিভাগের ওপরে অনেকটা বেশি স্থান জুড়ে অবস্থান করে এবং স্বাভাবিক চ্যুতি গঠিত হয়।

2)সংকোচন বলের প্রভাব (Effect of Compression Force) : ভূপৃষ্ঠস্থ শিলাস্তরে সংকোচন বলের প্রভাবে সৃষ্ট ফাটলে পাদদেশীয় খণ্ড অবনমিত এবং ঝুলন্ত পার্শ্বদেশ উথিত হলে শিলান্তরটি ভূমিভাগে খুব স্বন্ধস্থান ব্যাপী অবস্থান করে এবং বিপরীত চুতি গড়ে ওঠে।


∆চ্যুতির গাঠনিক উপাদানসমূহ (Structural Elements of Fault)

চ্যুতির গাঠনিক উপাদানগুলি হল-

1)চ্যুতিরেখা (Fault Line): ভূপৃষ্ঠ ও চ্যুতিতল রেখা বরাবর পরস্পরকে ছেদ করে তাতে চ্যুতিরেখা বলে।

2)চ্যুতিতল(fault plane):যে তল বা পৃষ্ঠ বরাবর শিলার খন্ডিত অংশ উপরে বা নিচে ওঠানামা করে সেই তল বা পৃষ্ঠকে চুতিতল বলে।

3)চুতি আয়াম (Fault Strike) : কাল্পনিক অনুভূমিক তল ও চুতিতল যে রেখা অনুযায়ী পরস্পরকে ছেদ করে, তাকে চ্যুতি আয়াম বলে

4) চ্যুতি নতি (Fault Dip) : অনুভূমিক তলের সঙ্গে চ্যুতিতল যে কোণে নত থাকে চ্যুতিনতি বলে । চুতিনতির সঙ্গে চ্যুতি আয়াম 90° কোণে অবস্থান করে।

5) পাদ-পার্শ্বদেশ বা পাদমূল প্রাচীর (Foot-wall Side) । ফাটল সুষ্টির পরে ভূগণ্ডের নীচে যে খারাভাবে

বর্তমান থাকে, তাকে পাদ-পার্শ্বদেশ বা পাদমূল প্রাচীর বলে।

6)ঝুলন্ত পার্শ্বদেশ বা ঝুলন্ত প্রাচীর (Hanging-wall Side) : ফাটলের অপর দিকের ভূভাগ টি পাদ পার্শ্বদেশের উপর ঝুলন্ত বা হেলানাে অবস্থায় থাকলে তাকে ঝুলন্ত পার্শ্বদেশ বা ঝুলন্ত প্রাচীর বলে।

7) চুতিকোণ বা হেড (Hate) : চ্যুতিনতির পরিপূরক কোণ হল চ্যুতিকোণ। 

8) উর্ধক্ষেপ ও অধঃক্ষেপ (Upthrow and Down throw Side) : চ্যুতিতল বরাবর চ্যুতির দু-দিকের ভূখণ্ডগুলির মধ্যে যে খণ্ড উপরে উথিত হয় তাকে উর্ধক্ষেপ এবং যে খণ্ডটি অবনমিত অবস্থায় থাকে তাকে অধঃক্ষেপ বলে।

9)ব্যবধি ও ক্ষেপ (Heave and Throw) : ফাটলের দুইদিকের চ্যুতিখন্ড গুলি অনুভূমিক দিকে মে পরিমাণ হয় তাকে ব্যবধি বা হিভ এবং উল্লম্ব দিকে যে পরিমাণ বিচ্যুত হয় তাকে ক্ষেপ বলে।

চ্যুতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ