Header Ads Widget

Responsive Advertisement

পৃথিবীর অভ্যন্তরভাগ (Interior of the Earth) সম্পর্কে আলোচনা করো

                   পৃথিবীর অভ্যন্তরভাগ

বর্তমানে ভূকম্পন তরঙ্গের গতিবেগ ও গতিপথের বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর অভ্যন্তরভাগে তিনটি স্তরকে চিহ্নিত করা হয়েছে। যেমন-ভুত্বক, গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল।


1) ভূত্বক (Crust) : গ্রিক শব্দ 'LITHOS'- র অর্থ শিলা ও SPHERE র অর্থ মন্ডল। গুরুমন্ডল এর উপরে অবস্থিত পৃথিবীর উপরিভাগের শক্ত কঠিন আবরণকে শিলামন্ডল বা ভূত্বক বলে।

 বৈশিষ্ট্য :

 •প্রধান উপাদান : ভূত্বক হালকা প্রকৃতির পদার্থ, যেমন—সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম প্রভৃতির সমন্বয়ে গঠিত।  

•অবস্থান : অ্যাসথেনােস্ফিয়ারের ওপরে ভূত্বক অবস্থিত।

•তাপমাত্রাঃ ভূত্বকের গড় উয়নতা প্রায় 600° সে., ভূ-অভ্যন্তরের অন্যান্য স্তরগুলির থেকে ভূত্বক অপেক্ষাকৃত শীতল প্রকৃতির। 

•গভীরতা : ভূত্বকের গভীরতা মহাসাগরের নীচে প্রায় ৪ কিমি এবং মহাদেশের নীচে প্রায় 20-70 কিমি; ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিমি ।

•ঘনত্ব : সর্বাপেক্ষা হালকা এই স্তরটির ঘনত্ব প্রায় 2.7- 2.9 গ্রাম/ঘন সেমি ।

•শ্রেণিবিন্যাস : প্রধানত ভূত্বক গঠনকারী পদার্থের ঘনত্বের তারতম্যের ওপর নির্ভর করে ভূত্বককে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা- 

a) সিয়াল (SIAL) : সিলিকা  ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত ভূত্বক এর উপরিভাগের হালকা অংশবিশেষ সিয়াল নামে পরিচিত । সিয়াল মহাদেশীয় ভূত্বক নামেও পরিচিত, কারণ মহাদেশগুলি ‘সিয়াল দ্বারা গঠিত।সিয়াল গ্র্যানাইট প্রকৃতির আম্লিক শিলা দিয়ে গঠিত এবং এই স্তরের ঘনত্ব প্রায় 2.7-2.85 গ্রাম/সেমি । এই স্তরে P তরঙ্গের গড় গতিবেগ থাকে প্রায় 6.1 কিমি/সেকেন্ড।

b) সিমা (SIMA) : সিলিকা ও ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত ভূত্বকের নীচের দিকের ভারী অংশটি সিমা নামে পরিচিত। সিমা মহাসাগরীয় ভূত্বক নামে পরিচিত কারণ মহাসাগরীয় তলদেশের অধিকাংশ স্থানই 'সিমা দ্বারা গঠিত। সিমা স্তরটি ব্যাসল্ট প্রকৃতির ক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এই স্তরটির গড় ঘনত্ব প্রায় 3.0 গ্রাম/সেমি এবং প্রায় ৪ কিমি। এই স্তরে p তরঙ্গের গতিবেগ প্রায় 6.9 কিমি প্রতি সেকেন্ড। সিনা স্তরটি কনরাড বিযুক্তি রেখা দ্বারা সিয়াাল থেকে বিচ্ছিন্ন।


2) গুরুমন্ডল (Mantle) : পৃথিবীর শিলামন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী স্তরটি গুরুমন্ডল বলে। অথবা মোহো বিযুক্তি রেখা থেকে 2900 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটি গুরুমন্ডল বা ম্যান্টল নামে পরিচিত।

বৈশিষ্ট্য :

•প্রধান উপাদান : প্রধানত লােহা, নিকেল ,ক্রোমিয়াম সিলিকা, ম্যাগনেশিয়াম প্রভৃতি খনিজ দ্বারা ম্যান্টল গঠিত।

•তাপমাত্রা: গুরুমণ্ডলের তাপমাত্রা থাকে 2000°-3000° সে।

•ঘনত্ব : এই স্তরের গড় ঘনত প্রায় 4.6 সে ।

•শ্রেণিবিন্যাস : ভূকম্পন তরঙ্গের গতিবেগের ভিত্তিতে গুরুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়-

 a) বহিঃ গুরুমন্ডল(Upper Mante) : ভূত্বকের নিচের অংশ থেকে 700 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরকে বহিঃ গুরুমন্ডল  বলে ।বহিঃ গুরুমন্ডলে ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকা (si) ও ম্যাগনেশিয়ামের (Mg) প্রাধান্য থাকায় এর অপর নাম হল ক্রফেসিমা (Cro-Fe-Si-Ma)। এই স্তরের ঘনত্ব 3.4-4.5 গ্রাম/ ঘনসেমি ।

b)অন্তঃগুরুমণ্ডল (Lower Mantle): 700 কিমি থেকে 2900 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চল অন্তঃগুরুমণ্ডল নামে পরিচিত। এই স্তরের ঘনত্ব 4.5-5.5 গ্রাম/ সেমি। অন্তঃগুরুমণ্ডলে নিকেল (Ni), লােহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়ামের (Mg)-এর প্রধান থাকায় এর অপর নাম নিফেসিমা। অন্তঃগুরুমণ্ডল রেপিত্তি বিষুক্তিরেখা দ্বারা বহিঃগুরুমণ্ডল থেকে পৃথক থাকে।



3)কেন্দ্রমণ্ডল (Core) : 2900 কিমি গভীরতায় গুরুমণ্ডলের নিম্নসীমা থেকে পৃথিবীর কেন্দ্রে 6371 কিমি পর্যন্ত বিস্তৃত পৃথিবীর গভীরতম অঞ্চল হল কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমন্ডল ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে উইচার্ট গুটেনবাগ বিষুপ্তিরেখা।

বৈশিষ্ট্য

•প্রধান উপাদান : কেন্দ্রমণ্ডল মূলত নিকেল (Ni) ও লােহা (Te) ধারা গঠিত হওয়ায় একে “নিফে'। (Nifie) বলা হয়ে থাকে ।

•তাপমাত্রা : পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 6000°-6500° সে। 

•ঘনত্ব : কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব প্রায় 9.2-13.6 গ্রাম/ ঘনসেমি 

•শ্রেণিবিন্যাস : তাপমাত্রা, ঘনত্ব, চাপ প্রভৃতির ভিত্তিতে কেমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা যায়-

a) বহিঃকেন্দ্রমণ্ডল (Outer Core) : 2900 কিমি থেকে 5150 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চল বহিঃকেন্দ্রমণ্ডল নামে পরিচিত।  এই স্তরের ঘনত্ব 9.2 -12.3 গ্রাম/সেমি। 

b) অন্তঃকেন্দ্রমণ্ডল (Inner Core) : 5150 কিমি থেকে 6371 কিমি পর্যন্ত বিস্তৃত অঞ্চল অন্তাকেন্দ্রমণ্ডল নামে পরিচিত। লেহমান বিযুক্তিরেখা দ্বারা অন্তঃকেন্দ্রমণওডল বহিঃকেন্দ্রমণ্ডল থেকে পৃথক থাকে। এই অংশটি অধিক চাপের প্রভাবে কঠিন অবস্থায় থাকে এবং এর ঘনত্ব হল 13.3 - 13.6 গ্রাম/সেমি। 

পৃথিবীর অভ্যন্তরভাগ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ