Header Ads Widget

Responsive Advertisement

ভূকম্পন তরঙ্গের প্রকারভেদ (Types of Seismic Waves)

            ভূকম্পন তরঙ্গের প্রকারভেদ 


সংজ্ঞা : ভূমিকম্পের ফলে সৃষ্ট শক্তি বিভিন্ন তরঙ্গের মতন কেন্দ্র ও উপকেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়লে তাকে ভূকম্পন তরঙ্গ বলে।


প্রকারভেদ : ভূকম্পন তরঙ্গা প্রধানত দুটি ভাগে বিভপ্ত। যেমন— A ভূ-অভ্যন্তরস্থ তরঙ্গ ও B. ভূপৃষ্ঠস্থ তরঙ্গ।


A) ভূ অভ্যন্তরস্থ তরঙ্গ (Body Wave) : যে তরঙ্গ পৃথিবী গঠনকারী পদার্থগুলির অভ্যন্তর দিয়ে পরিবাহিত হয়। তাকে ভূ- অভ্যন্তরস্থ বা দেহ বলে। এই তরঙ্গ কে আবার দুটি উপবিতাগে বিভক্ত করা যায়-

 1)প্রাথমিক / P তরঙ্গ (Primary /P wave) : ভূমিকম্পের কেন্দ্র থেকে সর্বপ্রথম যে তরঙ্গ উপকেন্দ্রের দিকে ধাবিত হয় তাকে প্রাথমিক তরঙ্গ বলে।

বৈশিষ্ট্য:

•মাধ্যম: কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন প্রকার মাধ্যম দিয়েই প্রাথমিক তরঙ্গ পরিবাহিত হয়। 

•গতিবেগ: এই তরঙ্গের গতিবেগ সেকেন্ডে 7-14 কিমি।

•তরঙ্গদৈর্ঘ্য : তরঙ্গদৈর্ঘ্যের বিস্তার অত্যন্ত কম।

•তরঙ্গের প্রকৃতি: অনুদৈর্ঘ প্রকৃতির এই তরঙ্গ যে দিকে পরিবাহিত হয় সংশ্লিষ্ট মাধ্যমের কণাগুলিরও কম্পন সেইদিকেই ঘটে।


2)গৌণ/দ্বিতীয় পর্যায়ের/S-তরঙ্গ (Secondary/S-Wave) : প্রাথমিক তরঙ্গের পরে যে ভূকম্পীয় তরঙ্গ উপকেন্দ্রে এসে পৌঁছায় তাকে গৌণ তরঙ্গ বা S-তরঙ্গ বলে।

বৈশিষ্ট্য:

•মাধ্যম: তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে। তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে এই তরঙ্গ প্রবাহিত হতে পারে না। 

•গতিবেগ: S তরঙ্গ ভূত্বকের মধ্য দিয়ে 3.5 - 7 কিমি/সে. গতিবেগে প্রবাহিত হয় ।

•তরঙ্গদৈর্ঘ্য: তরঙ্গদৈর্ঘ্য যথেষ্ট কম।

•কম্পনের প্রকৃতি : 'S' তরঙ্গ অনুপ্রস্থ প্রকৃতির। কঠিন মাধ্যমের কণাগুলি তরঙ্গের প্রবাহপথের সাপেক্ষে উল্লম্বভাবে স্থানান্তরিত হয়।


B) ভূপৃষ্ঠস্থ/পার্শ্ব-তরঙ্গ (Surface/ Lateral/L-Wave) :যে তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ বরাবর চারদিকে বিস্তার লাভ করে তাকে পৃষ্ঠ তরঙ্গ বা পার্শ্ব তরঙ্গ বা L তরঙ্গ বলে

বৈশিষ্ট্য:

•মাধ্যমঃ এই তরঙ্গ মূলত পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে থাকে। 

•গতিবেগ: ভূপৃষ্ঠ বরাবর প্রবাহিত এই তরঙ্গের গতিবেগ অপেক্ষাকৃত কম।

•তরঙ্গদৈর্ঘ্য: তরঙ্গদৈর্ঘ্য অপেক্ষাকৃত বড়াে হওয়ায় একে দীর্ঘ বা L তরঙ্গ (Long or L wave) বলা হয়।

•কম্পনের প্রকৃতি : এক্ষেত্রে মাধ্যম মধ্যস্থিত কণাগুলি তরঙ্গের প্রবাহপথের সঙ্গে তির্যক ভাবে ওঠানামা করায় পৃষ্ঠ তরঙ্গের প্রকৃতি তির্যক তরঙ্গের মতাে ।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ