Header Ads Widget

Responsive Advertisement

প্রশান্ত মহাসাগরে সমুদ্রস্রোতের বণ্টন (Distribution of Ocean Currents in the Pacific Ocean)

       প্রশান্ত মহাসাগরে সমুদ্রস্রোতের বন্টন


        পৃথিবীর বৃহত্তম ও গভীরতম এই মহাসাগরটির দুই প্রান্তভাগ মেরু অঞ্চলের সঙ্গে সংযুক্ত এবং মাঝখান বরাবর বিস্তৃত হয়েছে নিরক্ষরেখা ।

A)উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত :

উষ্ণ স্রোতসমূহ :

1.উত্তর নিরক্ষীয় স্রোত : উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার উত্তর দিকে পূর্ব থেকে পশ্চিমে যে উস্রোত প্রবাহিত হয় সেটি উত্তর নিরক্ষীয় স্রোত নামে পরিচিত।

2.জাপান স্রোত বা কুরোশিও স্রোত : উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের একটি শাখা মিলিত হয়ে উত্তর-পূর্বে বেঁকে পুনরায় দুটি শাখায় বিভক্ত হয়ে একটি তাইওয়ান ও জাপানের পূর্ব উপকূল বরাবর উত্তরে প্রবাহিত হয়েছে। একে জাপান স্রোত বা কুরেশিও স্রোত বলে।

3.সুসিমা স্রোত : জাপানের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত অপর শাখাটি সুসিমা স্রোত নামে পরিচিত।

4. উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত : জাপান স্রোতের একটি শাখা পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত নামে পূর্বে প্রবাহিত হয়েছে। এটি উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়েছে। যথা- 

a)ক্যালিফোর্নিয়া স্রোত : ক্যালিফোর্নিয়ার নিকট দিয়ে দক্ষিণে প্রবাহিত উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের দক্ষিণ শাখাটি ক্যালিফোর্নিয়া স্রোত নামে পরিচিত।

কুরােশিও শ্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোত মিলে একটি বিরাট এলাকাজুড়ে জলাবর্ত বা ঘূর্ণস্রোতের সৃষ্টি করেছে। এর মাঝখানে কোনাে স্রোত থাকে না ফলে এখানে নানারকম আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়।তাই এই অংশের নাম শৈবাল সাগর।

 b)আলাস্কা স্রোত : উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের অপর শাখাটি উত্তরে বেঁকে আলাস্কা স্রোত নাম নিয়ে আলাস্কা উপকূল বরাবর উত্তরে প্রবাহিত হয়েছে।

শীতল স্রোতসমূহ :

1. বেরিং স্রোত : সুমেরু মহাসাগর থেকে বেরিং প্রণালীর ভিতর দিয়ে দক্ষিণে প্রবাহিত শীতল স্রোতটি বেরিং স্রোত নামে পরিচিত। এটি জাপানের পূর্ব উপকূলে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে।

2. ওখটস্ক স্রোত : ওখটস্ক সাগর থেকে কামচাটকা উপদ্বীপের পশ্চিম দিক দিয়ে দক্ষিণে প্রবাহিত শীতল স্রোতটি ওখটস্ক স্রোত নামে পরিচিত।

প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতের বন্টন


B)দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত :

 উষ্ণ স্রোতসমূহ :

1. দক্ষিণ নিরক্ষীয় শ্রোত : দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার দক্ষিণে পশ্চিমমুখী স্রোতটি দক্ষিণ নিরক্ষীয় স্রোত নামে পরিচিত। এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বাধা পেয়ে তিনটি শাখায় বিভক্ত হয়েছে। 

উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যভাগে একটি বিপরীতমুখী নিরক্ষীয় প্ৰতিস্রোত যায়।

2. পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস, স্রোত : দক্ষিণ নিরক্ষীয় স্রোতে দক্ষিণের শাখাটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েল স্রোত নাম নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে পুনরায় পূর্বে প্রবাহিত হয়েছে।

দক্ষিণ নিরক্ষীয় স্রোতের অপর শাখা দুটির একটি নিরক্ষরেখা অতিক্রম করে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে এবং অপরটি অস্ট্রেলিয়া ও নিউগিনির মধ্য দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে।

শীতল স্রোতসমূহ :

1. হামবােল্ড শ্রোত : কুমেরু মহাসাগরীয় পশ্চিমা স্রোত দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরী়ে বাধাপ্রাপ্ত হয়ে উত্তরে বেঁকে চিলি উপকূল বরাবর হামবােল্ড স্রোত নাম নিয়ে উত্তরে প্রবাহিত হয়

2. পেরু স্রোত : হামবােল্ড স্রোত আরও উত্তরে দক্ষিণ আমেরিকার পেরুর নিকট পে মাে নামে উত্তরে প্রবাহিত হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ