Header Ads Widget

Responsive Advertisement

ভারত মহাসাগরে সমুদ্রস্রোতের বন্টন (Distribution of Ocean Currents in the Indian Ocean)

       ভারত মহাসাগরে সমুদ্রস্রোতের বন্টন


A)উত্তর ভারত মহাসাগরীয় স্রোত :

উষ্ণ স্রোতসমুহ :

1.উত্তর নিরক্ষীয় স্রোত : উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার উত্তর দিক দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত সমুদ্রস্রোত উত্তর নিরক্ষীয় স্রোত নামে পরিচিত।

2.মৌসুমি স্রোত : উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলি মৌসুমি বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ু দ্বারা প্রভাবিত এই স্রোতকে মৌসুমি স্রোত বলে। মৌসুমি স্রোত বিভিন্ন শাখায় বিভক্ত। যেমন-

a]সােমালি স্রোত : উত্তর নিরক্ষীয় স্রোত আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে বাধা পেয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সােমালি দ্বীপপুঞ্জের নিকট দিয়ে উত্তর-পূর্বে প্রবাহিত হয়, একে সােমালি স্রোত বলে। 

b]দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সােমালি স্রোত প্রথমে আরব সাগর ও পরে বঙ্গোপসাগর হয়ে সুমাত্রা পর্যন্ত প্রবাহিত হয়। একে দক্ষিণ- পশ্চিম মৌসুমি স্রোত বলে।

c]উত্তর-পূর্ব মৌসুমি স্রোত : উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকালে বঙ্গোপসাগর থেকে আরবসাগরের দিকে যে স্রোত প্রবাহিত হয় তাকে উত্তর-পূর্ব মৌসুমি স্রোত বলে।

 3.নিরক্ষীয় প্রতিস্রোত : উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মধ্যবর্তী বিপরীতমুখী দুর্বল স্রোতকে নিরক্ষীয় প্রতিস্রোত বলে।

ভারত মহাসাগরে সমুদ্রস্রোতের বন্টন


 B)দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত :

উষ্ণ স্রোতসমূহ :

1. দক্ষিণ নিরক্ষীয় স্রোত : দক্ষিণ-পূর্ব আয়ন বায়ুর প্রভাবে নিরক্ষরেখার দক্ষিণদিকে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত সমুদ্রস্রোতকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলে।

 2.মাদাগাস্কার স্রোত : দক্ষিণ নিরক্ষীয় স্রোত মাদাগাস্কার দ্বীপের উত্তর-পূর্বে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। মাদাগাস্কার দ্বীপের পূর্ব দিক দিয়ে প্রবাহিত শাখাটি মাদাগাস্কার স্রোত নামে পরিচিত।

3. মােজাম্বিক স্রোত : মাদাগাস্কার দ্বীপ ও আফ্রিকার পূর্ব উপকূলের মধ্যভাগ, দিয়ে প্রবাহিত দক্ষিণ নিরক্ষীয় স্রোতের অপর শাখাটি মােজাম্বিক স্রোত নামে পরিচিত।

4. আগুলহাস স্রোত : মাদাগাস্কার দ্বীপের দক্ষিণে মােজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ আগলহাস স্রোত নামে পরিচিত।

শীতল স্রোতসমূহ :

1.পশ্চিম অস্ট্রেলীয় স্রোতঃ শীতল কুমেরু স্রোত অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে বাধা পেয়ে উত্তর দিকে প্রবাহিত হয়। একে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত বলে। এটি আরও হয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ