Header Ads Widget

Responsive Advertisement

জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহ [Jet Stream] বৈশিষ্ট্য [Characteristics]জেট স্ট্রিমের প্রকারভেদ [Types of Jet Stream]

জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহ [Jet Stream]


জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহ [Jet Stream] : ইংরাজি ‘Jet’ (জেট) কথাটির আভিধানিক অর্থ ‘সংকীর্ণ পথ দিয়ে প্রবলবেগে বের হওয়া কোনো বস্তু। আবহবিদ্যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার-এ অতি দ্রুতগতিসম্পন্ন এক ধরনের বায়ুপ্রবাহই হল জেট স্ট্রিম। প্রথম বিশ্বযুদ্ধের পর বিজ্ঞানীরা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত একটি শক্তিশালী বায়ুপ্রবাহের অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1944 সালে এম. বেকেন (M. Backen) নামক এক বিজ্ঞানী এটি আবিষ্কার করেন।

         ভূপৃষ্ঠ থেকে ওপরে 10-12 কিমি উচ্চতায় অর্থাৎ টুপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানায় পৃথিবীকে বেষ্টন করে যে সুর্পিলাকার তীব্র গতিসম্পন্ন বিরামহীন জিওস্ট্রফিক বায়ু প্রবাহিত হয় তাকে জেট প্রবাহ বা জেট স্ট্রিম বলে।


বৈশিষ্ট্য [Characteristics] : i) উচ্চতা : ভূপৃষ্ঠ থেকে 10-12 কিমি উচ্চতায় সংকীর্ণ স্থানের মধ্যে এই জেট বায়ু প্রবাহিত হয়। (ii) গতিবেগ : জেট বায়ুর গড় গতিবেগ ঘণ্টায় 350-450 কি.মি. এর সর্বাধিক গতিবেগ ঘণ্টায় প্রায় 322-483 কিমি। এর সর্বনিম্ন গতিবেগ ঘণ্টায় 92 কিমি। গ্রীষ্মকালের তুলনায় শীতকালে গতিবেগ বেশি থাকে। (iii) বায়ুর দিক : এই বায়ু প্রধানত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং যত পূর্বে যাওয়া যায় তত এর গতিবেগ বাড়ে (iv) প্রবাহের সময় : শীতের শুরুতে এই বায়ুপ্রবাহ শুরু হয় এবং মার্চ-এপ্রিল মাস পর্যন্ত চলে। (v) প্রভাব : জেট বায়ুর গতি পরোক্ষভাবে বায়ুর সাধারণ আবর্তন সঞ্চলনকে প্রভাবিত করে। (vi) উষ্ণতা : জেটপ্রবাহের মেরু পার্শ্বে অতিশীতল তাপমাত্রা পরিলক্ষিত হয়। (vii) জীবনচক্র : জেটপ্রবাহের একটি নির্দিষ্ট জীবনচক্র আছে এবং চারটি পর্যায়ে আবর্তিত হয়। (viii) শীতল বায়ুস্রোত : এটি একটি শীতল বায়ুস্রোত যা ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে ভূপৃষ্ঠ থেকে 10-12 কিমি উচ্চতা দিয়ে প্রবাহিত হয়। (ix) আঁকাবাঁকা গতিপথ : ঊর্ধ্ব বায়ুমণ্ডলের একটি সংকীর্ণ অংশ দিয়ে এই বায়ু আঁকাবাঁকা বা সর্পিল পথে বয়ে চলে। (x) বিস্তার : ঊর্ধ্ব বায়ুমণ্ডলে এই বায়ুর অনুভূমিক বিস্তার মাত্র কয়েকশো কিমি এবং এর গভীরতা বা উল্লম্ব বিস্তার 5 কিমিরও কম। (xi) অক্ষাংশগত অবস্থান : এই বায়ুস্রোত উভয় গোলার্ধে 30°-60° অক্ষরেখার মধ্যে অর্থাৎ মধ্য অক্ষাংশে প্রবাহিত হয়। অবশ্য ঋতুভেদে এই অবস্থানের সামান্য পরিবর্তনও ঘটে। (xii) স্থান পরিবর্তন : ঊর্ধ্ব বায়ুমণ্ডলের জেট বায়ুপ্রবাহ উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে কিছুটা উত্তরে ও দক্ষিণে সরে যায়।


জেট স্ট্রিমের প্রকারভেদ [Types of Jet Stream] : অবস্থানের ভিত্তিতে জেট প্রবাহকে তিনটি প্রধান শ্রেণিতে বিভক্ত করা হয়— 1. মেরুদেশীয় জেট প্রবাহ, 2. উপক্রান্তীয় জেটপ্রবাহ, 2. ক্রান্তীয় জেট প্রবাহ।

1. মেরুদেশীয় জেটপ্রবাহ [Polar Jet Stream) : সংজ্ঞা : 45°-60° অক্ষাংশে যেখানে মেরুদেশীয় ও উপকাত্তীয় এবং মেরদেশীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় এই বিপরীতধর্মী বায়ুপ্রবাহ মিলিত হয় সেখানে বায়ু সীমান্ত সৃষ্টি হয়ে সারাবছর ধরে যে পশ্চিমা জেট বায়ু প্রবাহ দেখা যায় তাকে মেরুদেশীয় জেট প্রবাহ বলে। বৈশিষ্ট্য :i) এটি পশ্চিম থেকে পূর্বদিকে প্রবাহিত হয় (ii) ঘণ্টায় গতিবেগ 250-300 কিমি (iii) সর্পিল আকারে এঁকেবেঁকে প্রবাহিত হয়। উপবিভাগ : অবস্থান অনুসারে মেরুদেশীয় জেট প্রবাহ দু’প্রকার হয়— (a) মেরুসীমান্ত জেট (Polar Front Jet) : মেরুদেশীয় ও মেরুবৃত্তপ্রদেশীয় বায়ুপুঞ্জের মিলনে সীমান্ত সৃষ্টির ফলে উৎপন্ন হয়। শীতকালে এর গতিবেগ সবচেয়ে বেশি হয়। ওই সময় 2-3টি সুস্পষ্ট বায়ুস্রোত থাকে যা ঘণ্টায় 185 কিমি গতিবেগ সম্পন্ন হয়। (b) মেরুবৃত্ত সীমান্ত জেট (Polar-Arctic Jet) : মেরুদেশীয় ও উপক্রান্তীয় বায়ুপুঞ্জ মিলিত হয়ে সীমান্ত সৃষ্টি করলে এটি উৎপন্ন হয়। এর সর্বাধিক গতিবেগ ঘণ্টায় 215 কিমি যা আবার সময়বিশেষে দ্বিগুণ হয়। অনেকক্ষেত্রে এটি সারা পৃথিবীকে বেষ্টন করে।

2. উপক্রান্তীয় জেটপ্রবাহ (Subtropical Jet Stream) : 25°-35° অক্ষাংশে উচ্চ ট্রপোস্ফিয়ারে উন্নতার খাড়া ঢালের ফলে যে পশ্চিমা জেটপ্রবাহ সৃষ্টি হয় তাকে উপক্রান্তীয় জেট প্রবাহ বলে। মেরুদেশীয় জেট স্ট্রিমের তুলনায় উপক্রান্তীয় জেট স্ট্রিমের উচ্চতা অনেক বেশি কিন্তু বেশ দুর্বল। এই উপক্রান্তীয় জেট স্ট্রিম হ্যাডলি কোশ ও ফেরেল কোশকে আলাদা করে রাখে। উপক্রান্তীয় জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্বে ঘণ্টায় 300-375 কিমি গতিবেগে সারাবছর ধরে প্রবাহিত হয়। শীতকালে গতিবেগ সর্বোচ্চ হয়।

3. ক্রান্তীয় জেট প্রবাহ (Tropical Jet Stream) : 15°-20° অক্ষাংশে গ্রীষ্মকালে দক্ষিণ থেকে উত্তরে উন্নতার খাড়া ঢালের কারণে যে পুবালি জেটপ্রবাহ সৃষ্টি হয়, তাকে ক্রান্তীয় জেট প্রবাহ বলে। এটি যথেষ্ট দুর্বল বায়ুস্রোত এবং প্রধানত গ্রীষ্মকালে পরিলক্ষিত হয়। এর ঘণ্টায় গতিবেগ 175-200 কিমি। ভারত ও আফ্রিকার ওপর এর অবস্থান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ