Header Ads Widget

Responsive Advertisement

জেট স্ট্রিমের জীবনচক্র [Life Cycle of Jet Stream]

               জেট স্ট্রিমের জীবনচক্র                            [Life Cycle of Jet Stream] 



সংজ্ঞা : উত্তর মেরু সংলগ্ন অঞ্চলে জেট বায়ুপ্রবাহ প্রথমে পশ্চিম থেকে পূর্বে সরলরেখার মতো সোজাপথে সরাসরি প্রবাহিত হয়। মাঝে তরঙ্গের মতো ঢেউখেলানো হয়ে ওঠে এবং শেষ পর্যায়ে বড়ো বড়ো প্রায় পূর্ণ বাঁক গঠন করে বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা কোশ গঠন করে। পুনরায় এক থেকে দেড় মাসের মধ্যে জেট বায়ু তার স্বাভাবিক অপ্রশস্ত প্রবাহপথ ফিরে পায়। জেট বায়ুপ্রবাহের এই আকৃতিগত পরিবর্তন এবং পূবাবস্থায় ফিরে আসার ঘটনাকে সূচক চক্র বা ইনডেক্স সাইকেল বা জেট প্রবাহের জীবনচক্র বলে। এই জীবনচক্র 4টি পর্যায়ে 4-6 সপ্তাহে সম্পূর্ণ হয়। পর্যায়গুলি হল-


1. প্রথম পর্যায় : (i) প্রথম পর্যায়ে জেট বায়ু মেরু অঞ্চলের নিকটবর্তী অংশে অবস্থান করে (ii) এই পর্যায়ে জেটবায়ু মোটামুটি সোজাপথে বা সরলপথে সরাসরি পশ্চিম থেকে পূর্ব দিকে বয়ে চলে। (iii) বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। (iv) জেট বায়ুর প্রবাহ পথের উত্তরে শীতল বায়ুপুঞ্জ এবং এর দক্ষিণাংশে নাতিশীতোয় অঞ্চলের উয় উপক্রান্তীয় বায়ুপুঞ্জ অবস্থান করে। (v) এই পর্যায়ে তরঙ্গের বিস্তার (amplitude) খুবই কম ও বায়ুর চাপ বলয়গুলি পূর্ব-পশ্চিমে লম্বালম্বিভাবে বিস্তৃত থাকে। (vi) এই সময় বায়ুর গতিবেগ অত্যন্ত বেশি হয় এবং উত্তর-দক্ষিণে তাপের পরিবর্তন সর্বাপেক্ষা কম হয়। জেট বায়ু প্রবাহের এই পর্যায়কে হাইজোনাল ইনডেক্স (HiZonal Index) বা উচ্চ আঞ্চলিক সূচক বলে।


2. দ্বিতীয় পর্যায় : দ্বিতীয় পর্যায়ে রসবি তরঙ্গগুলির বিস্তার অনেকটা বেড়ে যায়। জেট বায়ু নিরক্ষরেখার দিকে কিছুটা সরে আসে বলে জেট প্রবাহের গতিও কিছুটা হ্রাস পায়। এই পর্যায়ে জেট প্রবাহের গতিবেগ ঘণ্টায় 161 কিমি থেকে 241 কিমি হয়ে থাকে। এই পর্যায়কে রসবি তরঙ্গ সূচক বা রসবি ওয়েভ ইনডেক্স বলে।


3 তৃতীয় পর্যায় : (i) এই পর্যায়ে জেট প্রবাহের বক্রতা বহুগুণ বাড়ে। তরঙ্গ দৈর্ঘ্য কমে আসে এবং এর বিস্তার (amplitude) বৃদ্ধি পায়। (ii) এই পর্যায়ে ক্রান্তীয় উয় ও শীতল মেরুবায়ুর মধ্যে ব্যাপকভাবে স্থান বিনিময় ঘটে। (iii) 'এই সময় জেট বায়ুর গতিবেগ থাকে ঘণ্টায় প্রায় 241 কি.মি থেকে 322 কিমি (iv) এই পর্যায়ে বায়ুর তাপীয় অবক্রমে পূর্ব-পশ্চিমে বিস্তৃত হয়। এই পর্যায়কে পূর্ণ বিকশিত তরঙ্গ সূচক বা ম্যাচিওর ওয়েভ ইনডেক্স বলা হয়।


4. চতুর্থ পর্যায় : (i) এই পর্যায়ে জেট প্রবাহ এমনভাবে বাঁক নৈয় যাতে মেরু প্রদেশের শীতল বায়ু স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রান্তীয় অঞ্চলের দিকে অবস্থান করে। বিচ্ছিন্ন এই শীতল কোশগুলি উয় ও হালকা বায়ুর দ্বারা বেষ্টিত হয়ে অবস্থান করে। আবার অন্যদিকে ক্রান্তীয় অঞ্চলের উষু ও হালকা বায়ুস্রোতগুলি বিচ্ছিন্নভাবে উভচর মেরু অঞ্চলের দিকে শীতল, ঘন ও ভারী বায়ুপুঞ্জের দ্বারা বেষ্টিত হয়। (ii) এই পর্যায়ে জেট প্রবাহের গতিবেগ আরো কমে আসে। (iii) তরঙ্গগুলি বিচ্ছিন্ন হয়ে ছোটো ছোটো কক্ষ গঠন করে।এই পর্যায়টিকে নিম্ন জোনাল ইনডেক্স (Low Zonal Index) বা স্বল্প আঞ্চলিক সূচক বলে। (iv) এই পর্যায়ের শেষভাগে জেট বায়ুর জীবন চক্রের অবসান ঘটে এবং সঙ্গে সঙ্গে জেট বায়ুপ্রবাহের আর একটি নতুন জীবন চক্র শুরু হয়।

জেট স্ট্রিম এর জীবনচক্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ