ভারতে হটস্পট অঞ্চল
∆হটস্পট (Hotspot) : পৃথিবীর যে সমস্ত অঞ্চলে অত্যধিক সংখ্যায় উদ্ভিদ ও প্রাণী, বিশেষ করে আঞ্চলিক প্রজাতি বাস করে এবং যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে, অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণের জন্য সেই সকল অঞ্চলকে হটস্পট বলা হয়।বিজ্ঞানী Norman Myers 1988 খ্রিস্টাব্দে প্রথম Hotspot-এর ধারণা উদ্ভাবন করেন।
সমগ্র পৃথিবীতে 34টি স্থলজ এলাকাকে Hotspot হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ভারতবর্ষে 4টি হটস্পট রয়েছে। সেগুলি হল—পূর্ব হিমালয়, ইন্দো-বার্মা, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা এবং সুন্দাল্যান্ড ।
∆ভারতে হটস্পট অঞ্চল (Hotspot Regions in India) : ভারত পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যের দেশ। ভারতের উল্লেখযোগ্য হটস্পটগুলি নিম্নে আলোচনা করা হল -
1.পূর্ব হিমালয় হটস্পট :
অবস্থান : পূর্ব পশ্চিমে বিস্তৃত এই হটস্পট অঞ্চলটি ভারতের উত্তর দিকে উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ বরাবর অবস্থিত।
বৈশিষ্ট্য : a) এখানে 10,000-এর বেশি উদ্ভিদ প্রজাতি রয়েছে এবং এর মধ্য প্রায় 32% স্থানীয় প্রজাতি।
b)এই অঞ্চলে প্রায় 163টি বিপন্ন প্রাণী প্রজাতি বসবাস করে, যেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল – একশৃঙ্গ গন্ডার , এশিয়ার বন্য জলজ মহিষ,হিমালয়ান নিউট ।
c) এই অঞ্চলের উল্লেখযোগ্য হটস্পট কেন্দ্র হল নামদাফা, শিরোহট, বক্সা, সেক্সুল পিথোরাগড়, ভ্যালি অব্ ফ্লাওয়ার্স, চোপ্তা উপত্যকা প্রভৃতি।
2.ইন্দো-বার্মা হটস্পট :
অবস্থান : এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চল এর অন্তর্গত। নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, অসম এবং ত্রিপুরা রাজ্য নিয়ে এই অঞ্চলটি গঠিত।
বৈশিষ্ট্য : a)এখানে আছে 1,300 প্রজাতির পাখি, যার মধ্যে উল্লেখযোগ্য হল বিপন্ন সাদা রঙের কানবিশিষ্ট হেরন, কমলা রঙের গলার প্যাট্রিজ প্রভৃতি।
b)এছাড়া এখানে আছে 13,500টি প্রজাতির উদ্ভিদ লক্ষ্যে করা যায়, যেমন—ডিনেজার প্রভৃতি উল্লেখযোগ্য।
c)এই অঞ্চলের টেল উপত্যকা, বক্সা উপত্যকা, নামদাফা, সিরহি, তুরা প্রভৃতি অঞ্চল অত্যন্ত জীববৈচিত্র্য সমৃদ্ধ।
3.পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পট :
অবস্থান : এই অঞ্চলটি মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এবং শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত প্রায় 1600 কিলোমিটার স্থান জুড়ে গড়ে উঠেছে।
বৈশিষ্ট্য : a)সমুদ্রের নিকটে প্রায় 500 থেকে 1500 মিটার উচ্চতায় চিরসবুজ, অর্ধ চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী অরণ্য সৃষ্টি হয়েছে।
b)এখানকার উল্লেখযোগ্য প্রজাতি হল ভারতীয় হাতি, ভারতীয় বাঘ, বানর, বুনো ছাগল, নীলগিরি লেঙ্গুর প্রভৃতি।
c) এই অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য পার্ক ও রিজার্ভ হল অগস্ত্যমালাই পাহাড়, ভদ্রা ব্যাঘ্র রিজার্ভ, কুদ্রেমুখ জাতীয় পার্ক, পেরিয়ার ব্যাঘ্র প্রকল্প প্রভৃতি।
4.সুন্দাল্যান্ড :
অবস্থান : সুন্দাল্যান্ড হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি উল্লেখযোগ্য জীববৈচিত্র্য হটস্পট। এই অঞ্চলটি মূলত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, বোর্ণিও, জাভা, সুমাত্রা এবং এদের পার্শ্ববর্তী দ্বীপ নিয়ে গঠিত।
বৈশিষ্ট্য : a) এই অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্যসহ প্রায় 25,000টি প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়, যার প্রায় 60% হল এমন উদ্ভিদ (স্থানিক উদ্ভিদ) যা এই অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় না।
b) এই অঞ্চলে প্রায় 380টি প্রজাতির স্তন্যপায়ী পাওয়া যায়। যার মধ্যে উল্লেখযোগ্য হল হাতি, বানর, এপ্, বাঘ, তাপির, গন্ডার।
c) এখানকার উল্লেখযোগ্য জীববৈচিত্র্য অঞ্চল হল উত্তর আন্দামান, লিটল ও গ্রেট নিকোবর, দক্ষিণ রিফ্ ইত্যাদি।
0 মন্তব্যসমূহ