জীববৈচিত্র্যের গুরুত্ব
সংজ্ঞা (Definition) : বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এককথায় জীববৈচিত্র্য বলে।
জীববৈচিত্র্যের গুরুত্ব (Importance of Biodiversity) : জীববৈচিত্র্যের গুরুত্ব অকল্পনীয়। নীচে কয়েকটি গুরুত্ব উল্লেখ করা হল -
1. খাদ্য উৎপাদন : খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনস্বীকার্য। সবুজ উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত রাখে। সেই খাদ্য মানুষসহ সমস্ত প্রাণীই ভক্ষণ করে। কৃষিক্ষেত্রে নানারকম ফসল, যেমন – ধান, গম, জোয়ার, ভুট্টা, ডাল জাতীয় শস্য, বিভিন্ন রকমের সবজি ইত্যাদি চাষ করা হয়, যা থেকে আমরা উদ্ভিজ্জ খাদ্য পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন প্রাণীজ খাদ্য, যেমন—দুধ, ডিম, মাংস ইত্যাদি বিভিন্ন প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি।
2.ড্রাগ ও ওষুধ প্রস্তুতি : মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রেসারপিন, ভ্যাসিসিন প্রভৃতি উপক্ষারবিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন—সর্পগন্ধার মূল থেকে রেসারপিন, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন ।
3.পরিবেশ রক্ষা : প্রত্যেক জীব বাস্তুতান্ত্রিকভাবে একে অপরের উপর নির্ভরশীল। একটি জীবের বিনাশ অন্য কোনো জীবের বিপন্নতার কারণ হয়ে দাঁড়াতে পারে। এজন্য মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার অন্যতম প্রধান শর্ত হল এই জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখা।
4.জলবায়ু নিয়ন্ত্রণ : বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশের জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে। পরিবেশ শীতল রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অনস্বীকার্য। পরিবেশ দূষণের অন্যতম কারণ হল সবুজ উদ্ভিদ ধ্বংস হওয়া।
5.অর্থনৈতিক গুরুত্ব : জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ ও সমৃদ্ধির পরিচায়ক। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে গৃহসামগ্রী এবং আসবাব, কাগজ শিল্পে, আঠা, রজন, মোম, সিল্ক, মধু, উল, মুক্তো ইত্যাদি সংগ্রহ করে অর্থনৈতিক সুরক্ষা হয়।
6.নান্দনিক মূল্য : বিভিন্ন প্রজাতির জীব প্রকৃতিকে বৈচিত্র্যময় ও সুন্দর করে তোলে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর অংখ্য মানুষ পাহাড়, পর্বত, সমুদ্রসৈকত, বনাঞ্চল, জাতীয় উদ্যান প্রভৃতিতে ভ্রমণ করতে যায়।
7.আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্য : বিভিন্ন ধর্মগ্রন্থে উদ্ভিদ ও প্রাণীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্বের উল্লেখ পাওয়া যায়। হিন্দুধর্মে বিভিন্ন উদ্ভিদ যেমন তুলসী, বট, অশ্বত্থ প্রভৃতির পুজোর রীতি রয়েছে। আবার হিন্দু দেবদেবীদের অনেকেরই বাহন হল বন্যপ্রাণী। এছাড়া হিন্দুধর্মে গৃহপালিত গরুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ