Header Ads Widget

Responsive Advertisement

জীববৈচিত্র্যের প্রকারভেদ বা স্তরসমূহ [Types or Levels of Biodiversity]

 জীববৈচিত্র্যের প্রকারভেদ বা স্তরসমূহ 


জীববৈচিত্র্য বলতে একটি সুনির্দিষ্ট পরিবেশে ও বিশেষ কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর অবস্থান বা সমন্বয়কে বোঝায়। 1980 খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের জীববিজ্ঞানী থমাস. ই. লাভজয় সর্বপ্রথম ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি শব্দটি ব্যবহার করেন। 1986 খ্রিস্টাব্দে প্রখ্যাত বিজ্ঞানী ওয়াল্টার জি. রোসেন (Walter. G. Rosen) জীববৈচিত্রা' (Biodiversity) শব্দটি প্রথম প্রবর্তন করেন। এই সময়ে দীর্ঘদিন ধরে ই. ও. উইলসন (E. O. Wilson) জীববৈচিত্র্যের ব্যাপক অনুসন্ধান ও গবেষণা করেন। এজন্য উইলসনকে জীববৈচিত্র্য ধারণার জনক বা পিতা' আখ্যা দেওয়া হয়।

সংজ্ঞা (Definition) : ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার (World Wild Life Fund for Nature (WWF)] কর্তৃক প্রদত্ত সংজ্ঞানুযায়ী ‘নির্দিষ্ট বাস্তুতন্ত্রের মধ্যে অবস্থিত যেসব অগণিত ক্ষুদ্র জীব, উদ্ভিদ ও প্রাণী সজীব পরিবেশ গড়ে তোলে, তাদের সমাহারকে জীববৈচিত্র্য বলে। 

জীববৈচিত্র্যের প্রকারভেদ বা স্তরসমূহ [Types or Levels of Biodiversity] : জীববৈচিত্র্যকে তিনটি পারস্পরিক সম্পর্কযুক্ত শ্রেণিতে বা স্তরে ভাগ করা যায়, যথা—–A) জিনগত বৈচিত্র্য, B) প্রজাতিগত বৈচিত্র্য এবং C) জীবগোষ্ঠী ও বাস্তুতান্ত্ৰিক বৈচিত্র্য।

1.জিনগত বৈচিত্র্য (Genetic Diversity) :  উদ্ভিদ ও প্রাণী প্রজাতির মধ্যে জিনগত পার্থক্যের কারণে যে পার্থক্য তৈরি হয় তাকে জিনগত বৈচিত্র্য বলে।
বৈশিষ্ট্য : 
(i) জিনের গাঠনিক বৈচিত্র্যের ভিত্তিতে প্রজাতির প্রজনন, বংশবৃদ্ধি, আচরণ ও অভিযোজনের মধ্যে পার্থক্য ঘটে। 
(ii) একটি সুনির্দিষ্ট বাস্তুতন্ত্রে জীবগোষ্ঠীর মধ্যে জিনগত বৈচিত্র্য লক্ষ করা যায়। 
(iii) জিনগত বৈচিত্র্যের মাত্রা হ্রাস পেলে প্রজাতির বিলুপ্তি ঘটে।

2.প্রজাতিগত বৈচিত্র্য (Species Diver sity) : কোনো অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রকার জীবের ভিন্নতা ও প্রাচুর্য হল প্রজাতিগত বৈচিত্র্য'। নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে প্রজাতিগত বৈচিত্র্যের পরিধি সর্বাধিক।
বৈশিষ্ট্য : 
(i) বাসস্থল ভেদে অর্থাৎ স্থলজ, জলজ ও বায়বীয় বাসস্থলে প্রজাতির বৈচিত্র্যের ক্ষেত্রে বিভিন্নতা লক্ষ করা যায়। 
(ii) প্রজাতিগত বৈচিত্র্য থেকে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে শ্রেণি, সংখ্যা, গোত্র, বর্ণ প্রভৃতি সম্পর্কে ধারণা করা যায়। 
(iii) বিভিন্ন বাসস্থলে বিভিন্ন সংখ্যক প্রজাতির অবস্থান লক্ষ করা যায়।


3.বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য (Ecosystem Diversity) : কোনো একটি নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশে বাসস্থল বা বাস্তুতান্ত্রিক গোষ্ঠী বা বাস্তুতন্ত্রের বিভিন্নতার কারণে যে প্রজাতিগত বৈচিত্র্য সৃষ্টি হয়, তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। ।বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রে অর্থাৎ স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদানগত পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির অস্তিত্ব লক্ষ করা যায়। 
বৈশিষ্ট্য : 
(i) বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন প্রজাতি ও একই প্রজাতির মধ্যে অভিযোজন ও অভিব্যক্তির ক্ষেত্রে তারতম্য ঘটে। (ii) সজীব ও অজীব পরিবেশের উপাদানগুলির ভিন্নতা ও পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য গড়ে ওঠে। 
(iii)বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য  তিনপ্রকারের হয়—আলফা বৈচিত্র্য,বিটা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্য।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ