Header Ads Widget

Responsive Advertisement

অগ্নুৎপাত এর শ্রেণীবিভাগ ( Classification of Volcanicity)


অগ্ন্যুৎপাতের নির্গমণপথের আকৃতি ও অবস্থানের ভিত্তিতে (On the Basis of the Sha and Location of Emission Patho Volcanic Eruption):


এই পরিপ্রেক্ষিতে অগ্ন্যুৎপাতকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত ও বিদার অগ্ন্যুৎপাত 


1)কেন্দ্রীয় অগ্ন্যুৎপাত (Central Eruption): ভূ-অভ্যন্তরস্থ ম্যাগমা, ম্যাগমা গহুর থেকে কোনো দীর্ঘ নলের মতন সরূ পথের মধ্য দিয়ে উৎক্ষিপ্ত হলে সেই অগ্নুৎপাতকে কেন্দ্রীয় অগ্নুৎপাত বলে।

বৈশিষ্ট্য :  

•অধিকাংশ সময় বিস্ফোরণ অগ্ন্যুৎপাত হয় ।

•এই ধরনের অগ্ন্যুৎপাতের কারণে বহু আগ্নেয়গিরি গড়ে ওঠে।

•লাভাক্ষেত্র সৃষ্টি হয়।

•জ্বালামুখ ও ম্যাগমা গহর দীর্ঘকায় নলের মতন পথের দ্বারা সংযুক্ত থাকে।


কেন্দ্রীয় অগ্নুৎপাত কে মিলিত বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা 

A)হাওয়ায় শ্রেণি (Hawaiian type) : এই প্রকার অগ্ন্যুৎপাত হাওয়াই দ্বীপপুঞ্জ সামোয়া, আইসল্যান্ড প্রভৃতি দ্বীপপুঞ্জে সংঘটিত হওয়ায় একে হাওয়াই শ্রেণির অগ্ন্যুৎপাত বলে। 

বৈশিষ্ট্য :

•এক্ষেত্রে কোনােরূপ বিস্ফোরণ ঘটে না এবং লাভা অত্যন্ত ধীরবােগে ভূপুষ্ঠে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়ে।  

•এক্ষেত্রে জলের ফোয়ারার মতন লাভা নির্গত হওয়ায় একে 'লাভা ফোয়ারা' বলে। 

•বায়ুপ্রবাহের ফলে লাভা স্রোতের কিছু অংশ উজল সর সুতাের মতন ভেসে বেড়ায় যাকে হাওয়াই দ্বীপপুঞ্জে পিলির চুল বলা হয়ে থাকে।  

•এক্ষেত্রে নির্গত লাভা অত্যন্ত তরল ও ব্যাসল্ট জাতীয় অর্থাৎ ক্ষারকীয় প্রকৃতির। 

অগ্নুৎপাত

B)স্ট্রম্বলিয় শ্রেণি (stroinbollan Type) : ইটালির অন্তর্গত ভূমধ্যসাগরে অবস্থিত লিপারি (Lipari) দ্বীপের স্টুদ্বোলি আগ্নেয়গিরির নামানুসারে এই মাঝারি ধরনের কেন্দ্রীয় অগ্নুৎপাত কে স্ট্রম্বােলীয় শ্রণির অগ্যাৎপাত বলা হয়। 

বৈশিষ্টা:

 •এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে (কয়েক মিনিট বা এক ঘণ্টা অন্তর), বিস্ফোরণসহ অগ্ন্যুৎপাত হয়। 

• এক্ষেত্রে নির্গত লাভা সান্দ্র ক্ষারকীয় প্রকৃতির এবং বাম্প ও গ্যাস মিশ্রিত ।

 •স্ট্রম্বলি আগ্নেয়গিরি থেকে কয়েক মিনিট অন্তর অন্যুৎপাত হওয়ায় জ্বালামুখের উপরে বাপ, গ্যাস ও ধোঁয়া মিশ্রিতভাবে মেঘের মতন অবস্থান করে, যার মধ্যে দিয়ে নীচে অবস্থিত উত্তপ্ত ম্যাগামার আভার প্রতিফলন ঘটে এবং এই আলােকোজ্জ্বল অবস্থা বহু দূর থেকে লক্ষ করা যায়, যা ভূমধ্যসাগরীয় আলােকস্তুম্ত নামে পরিচিত। 

C)ভলকানাে শ্রেণি (Volcanion Type): স্টীদ্বোলির কাছেই লিপারি দ্বীপের ভালকানাে আগ্নেয়গিরির নাম অনুসারে এই শ্রেণির অগ্ন্যুৎপাতকে বলা হয়।  

বৈশিষ্ট্য:

 •এই ধরনের অন্যুৎপাতের ফলে নির্গত লাভা সান্দ্র ও ক্ষারকীয় প্রকৃতির।

•লাভা আঠালো ধরনের হয় বলে দূরে প্রবাহিত হতে পারে না।

 •অগ্ন্যুৎপাতের সময় বিস্ফোরণ এবং প্রচুর গ্যাস ও ভস্ম বেরিয়ে আসে।

D) ভিসুভীয় ও এটনা শ্রেণি (Visuvia and Etna Type): ইতালির নেপলসের কাছে অবস্থিত ভিসুভিয়াস ও সিসিলি দ্বীপের এটনা আগসগিরির নামানুসারে এই ধরনের অগ্নুৎপাতকে ভিসূভীয় ও এটনা শ্রেণির অগ্ন্যুৎপাত বলে। 

বৈশিষ্ট্য :

 •এই ধরনের আগ্নেয়গিরি গুলির পার্শ্বদেশে অসংখ্য গৌণ আগ্নেয় শঙ্কু গড়ে ওঠে।

•এক্ষেত্রে প্রবল বিস্ফোরণ ঘটে।

•নির্গত লাভা অত্যন্ত সান্দ্র প্রকৃতির এবং বাম্প ও গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে।

•বিভিন্ন শিলাখণ্ড, ভস্ম, বাষ্প ও গ্যাস ফুলকপির মতন আকাশে ছড়িয়ে যায়।

E)প্লীনীয় শ্রেণি (Plinian Type) : ঐতিহাসিক প্লিনি 79 খ্রিস্টাব্দে তার ডায়েরিতে ভিসুভিয়াসের বিধ্বংসী অগ্ন্যুৎপাতের প্রভাবে পম্পাই ও হারকুলেনিয়াস নামক দুটি শহর ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টির উল্লেখ করেন এবং এই কারণে প্রবল বিধ্বংসী অগ্ন্যুৎপাতকে প্লিনীয় শ্রেণির অগ্ন্যুৎপাত বলে। 

বৈশিষ্ট্য:

•এক্ষেত্রে লাভা নির্গমনের পরিমাণ অপেক্ষাকৃত কম। •অত্যন্ত দ্রুতগতিতে ম্যাগমা বাইরে এসে বিস্তীর্ণ অঞ্চলব্যাপী ছড়িয়ে পড়ে এবং নির্গত গ্যাস ও শিলাখণ্ড অনেক উঁচুতে উঠে চারদিকে ছড়িয়ে যায়।

•প্রবল বিস্ফোরণসহ বিধ্বংসী অগ্ন্যুৎপাত ঘটে।

F)পিলীয় শ্রেণি (Pelean type) : ক্যারিবিয়ান সাগরে অবস্থিত মাটিনিক দ্বীপের পিলি আগ্নেয়গিরির নাম অনুযায়ী এই ধরনের অগ্ন্যুৎপাতাকে পিলীয় শ্রেণির অগ্ন্যুৎপাত বলে। 

বৈশিষ্ট্য :

•এক্ষেত্রে প্রবল বিস্ফোরণ ঘটে।

•এই ধরনের আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ দিয়ে শুধুমাত্র ম্যাগমা নির্গত হয়, কোনাে গ্যাস বেরিয়ে আসে না। 

• এই অগ্ন্যুৎপাত অত্যন্ত বিধ্বংসী প্রকৃতির।

G)ক্রাকাতােয়া শ্রেণি (Krakatoa type): 1883 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা দ্বীপের মাঝে অবস্থিত সুন্দা প্রণালীর অন্তর্গত ভাসমান ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরিতে যে ভয়ংকর বিস্ফোরণসহ অগ্ন্যুৎপাত হয়ে মা তার নামানুসারে এই ধরনের আপাতকে কাকোতোয়া শ্রেণির অনুপাত বলে।

 বৈশিষ্ট্য :

 •প্রচন্ড বিস্ফোরণ হয়।

•গ্যাস ও ভস্ম মিশ্রিত উত্তপ্ত রাঙা মেঘ তৈরি করে।

 ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃ2)বিদার অগ্ন্যুদগম(fissure eruption): ভূপৃষ্ঠের বিশালায়তন স্থান অবস্থিত চ্যুতি, বিদার বা ফাটল প্রভৃতি দুর্বল স্থান দিয়ে ভূগর্ভস্থ লাভা ধীরগতিতে নিশ্চত হয়ে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়লে, তাকে বিদার অগ্নুৎপাত বলে।

 বৈশিষ্ট্য :

 •এক্ষেত্রে লাভা অত্যন্ত তরল ও ক্ষারকীয় প্রকৃতির।

•লাভা ফাটল দিয়ে ধীরে ধীরে নিঃশব্দে কোন বিস্ফোরণ ছাড়া নির্গত হয় ।

•নির্গত লাভা সঞ্চিত হয়ে লাভা মালভূমি, লাভ ক্ষেত্র, লাভা সমভূমি গড়ে তোলে।


*লাভা উৎক্ষেপণের বিভিন্নতার ভিত্তিতে (On the Basis of the Variation of Lava eruption)

লাভা নির্গমনের প্রকৃতির তারতম্য অনুসারে অগ্ন্যুৎপাত প্রধানত তিন প্রকার। যেমন


a)বিস্ফোরক অগ্ন্যুৎপাত (Explosive Eruption) । এক্ষেত্রে প্রবল বিস্ফোরণ ঘটে, লাভার নির্গমন স্বল্প মাত্রায় হয় এবং প্রচুর পরিমাণে ভম্ম, গ্যাস, বাম্প প্রভৃতি বহু উঁচুতে উৎক্ষিপ্ত হয়।

 উদাহরণ : পিলীয় ও ক্রাকানেরা শ্রেণির এই প্রকার।


b) অবাধ বা বিস্ফোরণ-বিহীন অ্যুৎপাত (Non-Explosive Eruption) : এক্ষেত্রে ক্ষারকীয় ও তরল লাভা কোনোরূপ বিস্ফোরণ না ঘটিয়ে নিঃশব্দে নির্গত হয়। একে বিদার অগ্ন্যুৎপাতও বলা হয়। 

উদাহরণ : হাওয়াই শ্রেণীর অগ্ন্যুৎপাতে এই প্রকার।


c)মিশ্র অগ্ন্যুৎপাত (Mixed Eruption) : এই ধরনের অন্যুৎপাতে কখনও প্রবল বিস্ফোরণসহ আবার কখনো বিস্ফোরণ বিহীনভাবে অত্যন্ত সান্দ্র থেকে কম সান্দ্র লাভা এবং প্রচুর পরিমাণে ভস্ম ও গ্যাস নির্গত হয়। 

উদাহরণ : স্ট্রম্বলি , ভলকানো এটনা-ভিসুভায়, পিলীয় প্রভৃতি এই প্রকার অগ্ন্যুৎপাত।


উদ্ভব ও গঠনের ভিত্তিতে (On the Basis of Origin and Structure)

উদ্ভব ও গঠনের ভিত্তিতে দুটি ভাগে বিভক্ত। যেমন- 

a) নিঃসারী অগ্ন্যুৎপাত (Extrusive Volcanicity) : যে অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূগর্ভস্থ ম্যাগমা নিঃশব্দে বা বিস্ফোরণসহ প্রধান নির্গমন নল বা ভূত্বকের কোনাে দুর্বল অংশ দিয়ে ভূপৃষ্ঠে নির্গত হয় এবং লাভা রূপে সক্ষিত হয়ে লাভা মালভূমি, আগ্নেয়গিরি গঠন করে তাকে নিঃসারী অ্যৎপাত বলে।


b)উদবেধী অগ্নুৎপাত (Intrusive Volcanicity) : যে অগ্নৎপাতের মাধ্যমে ভু-অভ্যন্তরস্থ ম্যাগমা ভূত্বকের মধ্যে অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে সঞ্চিত হয়ে পরবর্তীকালে বিভিন্ন আগ্নেয় অবয়ব গঠন করে, তাকে উদবেধী অগ্নুৎপাত বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ